এটা কি আমরা ?

ফিরোজা বেগমকে আক্রমণ করে মারধর করা হলো। দু দিন আগে দেখলাম মহিলাদের চুল ধরে টেনে মারা হচ্ছে। লাথি, কিল ,চড় ,ঘুঁষি , বাঁশপেটা কিছুই বাকি নেই। কে কোন পার্টি করে , কার কি মতাদর্শ সে বিষয়ে কিছু বলার নেই। কিন্তু মহিলারা শারীরিক ভাবে পিছিয়ে আছে বলেই এভাবে সহজ টার্গেট। সমাজে ভদ্রতা নামক জিনিসটা আর নেই প্রায়। মাত্র 7/8 বছর আগেও কি এই দৃশ্য এরকম জল ভাত হয়ে গেছিল??
সেদিন দূরে নেই যেদিন সব মহিলারা আগেয়াস্ত্র রাখা শুরু করবে। কারাটে কংফু তো অনেক আগেই শেখা শুরু হয়ে গেছে। কারণ আমাদের সমাজের পুরুষরা আর রক্ষা করতে পারছে না । ঘরে আটকে রাখা বাদে তাদের হাতে আর কোনো অস্ত্র নেই।
বালুচ খানের উক্তি মনে পড়লো," কোনো সমাজ সম্পর্কে জানতে হলো খেয়াল রাখো তারা নিজেদের মহিলাদের কি ভাবে treat করে।"
ছিঃ

Comments

Popular posts from this blog

Ready, Steady ,. .......

Action;Camera; Trek towards Sandakphu (part 1)

রক্তচোষা ও একটু তামাকপাতা