Posts

Showing posts from April, 2018

Ready, Steady ,. .......

So, as per pre schedule our journey to Sandakphu is going to start. All the arrangements are not done yet. I'll try my best to make this Adventure Tour into one of the Shinning memorable days to my clients. Number does matter because it represent our effort. Memories does matter because it represents how we spent the time. To increase the first one we must make good memories. It's a circle. I believe starting is never counted if the finishing is awesome. 

Rape

Rape is a physical tourtur which related with mind , soul. A girl of 8 years gangraped in Kashmir. Some people of Islam are saying it happened because it was in Temple , a Mandir , Hindus did that . Some Hindu protagonists are declaring it is a conspiracy against Hinduism. These two types of people are focusing in the occurred place which is a Mandir. But what does that differ? What if, it was  a church, a mosque or a junk of debries . A Kasaikhana at the end of the day a Kasaikhana. It does not matter what the religious identical place . But It does matter that A 8 years kid was brutally murdered , gang raped .. You went through this age too, Whatever your gender is. Just Remember when you were 8 years old. 

এটা কি আমরা ?

ফিরোজা বেগমকে আক্রমণ করে মারধর করা হলো। দু দিন আগে দেখলাম মহিলাদের চুল ধরে টেনে মারা হচ্ছে। লাথি, কিল ,চড় ,ঘুঁষি , বাঁশপেটা কিছুই বাকি নেই। কে কোন পার্টি করে , কার কি মতাদর্শ সে বিষয়ে কিছু বলার নেই। কিন্তু মহিলারা শারীরিক ভাবে পিছিয়ে আছে বলেই এভাবে সহজ টার্গেট। সমাজে ভদ্রতা নামক জিনিসটা আর নেই প্রায়। মাত্র 7/8 বছর আগেও কি এই দৃশ্য এরকম জল ভাত হয়ে গেছিল?? সেদিন দূরে নেই যেদিন সব মহিলারা আগেয়াস্ত্র রাখা শুরু করবে। কারাটে কংফু তো অনেক আগেই শেখা শুরু হয়ে গেছে। কারণ আমাদের সমাজের পুরুষরা আর রক্ষা করতে পারছে না । ঘরে আটকে রাখা বাদে তাদের হাতে আর কোনো অস্ত্র নেই। বালুচ খানের উক্তি মনে পড়লো," কোনো সমাজ সম্পর্কে জানতে হলো খেয়াল রাখো তারা নিজেদের মহিলাদের কি ভাবে treat করে।" ছিঃ

রক্তচোষা ও একটু তামাকপাতা

Image
ভদ্রোলোকটির বৈজ্ঞানিক নাম হিরুডো মেডিসিনালিস। আমার ব্যক্তিগত মতে ইনি ড্রাকুলার এই কিলবিলে রূপ। মশা নামক আরো এক জন রক্তচোষার মাসতুতো ভাই।   আদিকাল থেকে রক্তচোষা জোঁকেদের রক্ত জমাট বাঁধা (blood cloting) বন্ধ করার জন্য চিকিৎসায় ব্যবহার হয়েছে। তঞ্চন বন্ধ করার জন্য রক্তচোষা জোঁকের লালায়  হিরুডিন  নামক  রক্ত জমাট রোধক (anticoagulant) পেপটাইড ক্ষরিত হয়।  কিন্তু এইসব তত্ব আমায় টলাতে পারবে না। বিশেষত যখন পাহাড় নামক স্থানে তেনার বসবাস। বাঙালি, ফলত ফেলুদা না পড়লে মানুষ নামক জীবের গোত্রে আমি পড়ি না এই বোধে সত্যজিৎ কে বইয়ের তাকে স্থান দেওয়া হয়েছিল। আরো নানা হাবিজাবি ও উচ্চ বর্ণের ও গোত্রের বই এর সাথে তাদের বন্ধুত্ব পূর্ণ সহাবস্থান ছিল। তবে , মানতেই হবে গুরু, যে যুগে নেট ছিল না আর বই ছিল তথ্য ভান্ডার , সে যুগে সত্যজিৎ এর বই মানে নানা জিনিস জানা।  তা, সেই জানা অজানার যুগ ধরেই এলো জোঁক। ফেলুদা ,তোপসে, জটায়ু অপরাধী ধরতে যাবে ,সাথে বন্দুক গোলাগুলির থেকে ও বেশি দরকারি কি? না তামাকের পুঁটুলি । কেন? গাছের পাতা , মাটি সর্বত্রই তেনারা থাকেন। জোঁকের মুখে নুন, এক্ষেত্রে কাজে দেবে না , জোঁকের মুখে