Action;Camera; Trek towards Sandakphu (part 1)
Action;Camera; Trek towards Sandakphu Part:1 অবশেষে চড়লাম ট্রেনে।NJP নামলাম। আরও দুজন যাবে । এরাও কোনো দিন ট্রেক করেনি। গাড়ির ড্রাইভার এর সাথে দাঁড়ানোর জায়গা নিয়ে ঝামেলা লেগে গেলো। মেয়েদের প্রায় সব দেশেই ডমিনেট করার একটা প্রবণতা থাকে। চোখ মুখ এর বিকট ভঙ্গি করে ড্রাইভার বোঝালো মেয়ে জাতিটা আসলে তার ই জন্য। দেবী চৌধুরানী র পাল্লায় পড়েছো বাপ আমার, বুঝিয়ে দিলাম ততোধিক গর্জন ও তর্জনে। 65 জন মেয়েকে ও মহিলাকে কমান্ডিং এর বাজখাই আওয়াজে পিলে চমকে ওঠার কথা। সুতরাং,বাকি রাস্তা ভদ্র ভাবেই এলো। মানেভানজন এসে খুঁজতে গেলাম শেরপা নয়তো গাইড। দর শুনে এবার আমার পিলে চমকাল। বলে কি!!!!! চমকানো পিলে নিয়ে ফেরত এসে ফানুস এর মধ্যে জ্বালানো লাইট দেখতে দেখতে ভাবতে লাগলাম কি করা যায়। এর ই মধ্যে এক মেম্বার বিছানায় ওম এর মধ্যে সেই যে ঢুকেছে, বের হওয়ার নাম গন্ধ করছে না। টয়লেট এ যাওয়া, আর খাওয়ার সময় বাদ দিলে আষাঢ় মাসের সূয্যি হয়ে আছে। বাকিরা খুব ব্যস্ত কোন ভাবে ব্যাগ গোছানো যায়, তাহলে ব্যাগের ওজন কমে যাবে। হঠাৎ শুনি, পাশের ঘরে খলবল। নিচের ঘরে গন্ডগোল। শুনলাম, খলবল ও গন্ডগোল ,একই দল। শার্ট প্যান্ট পড়া ভদ্রস্থ কুক...