শুরু

আজ বেশ চেষ্টা চরিত্রি করে খুলে ফেললাম ব্লগ। প্রযুক্তি বড় বিষম বস্তু। একবার ধরলে জড়িয়ে করিয়ে রেখে দেয়। ভদ্রলোকটি ঠিক কি জিনিস তা প্রথমে বুঝিনি। পরে ভেবে দেখলাম, ডায়েরি লেখার মতো করেই না হয় লিখে যাবো। ভালো লাগলে পড়বে কেউ, আর না লাগলে! ভালো লাগানোর চেষ্টা করবো। শুনেছি বাংলায় নাকি কেউ ব্লগ পড়ে না। জানি নে বাপু। আমার তো মাতৃভাষাই বেশ লাগে। যার কেউ নেই, তার মা আছে। mere pass Maa hai.

Comments

Popular posts from this blog

Ready, Steady ,. .......

Action;Camera; Trek towards Sandakphu (part 1)

রক্তচোষা ও একটু তামাকপাতা