Posts

Showing posts from May, 2018

Action;Camera; Trek towards Sandakphu (part 1)

Action;Camera; Trek towards Sandakphu Part:1 অবশেষে চড়লাম ট্রেনে।NJP নামলাম। আরও দুজন যাবে । এরাও কোনো দিন ট্রেক করেনি। গাড়ির ড্রাইভার এর সাথে দাঁড়ানোর জায়গা নিয়ে ঝামেলা লেগে গেলো। মেয়েদের প্রায় সব দেশেই ডমিনেট করার একটা প্রবণতা থাকে। চোখ মুখ এর বিকট ভঙ্গি করে ড্রাইভার বোঝালো মেয়ে জাতিটা আসলে তার ই জন্য। দেবী চৌধুরানী র পাল্লায় পড়েছো বাপ আমার, বুঝিয়ে দিলাম ততোধিক গর্জন ও তর্জনে। 65 জন মেয়েকে ও মহিলাকে কমান্ডিং এর বাজখাই আওয়াজে পিলে চমকে ওঠার কথা। সুতরাং,বাকি রাস্তা ভদ্র ভাবেই এলো। মানেভানজন এসে খুঁজতে গেলাম শেরপা নয়তো গাইড। দর শুনে এবার আমার পিলে চমকাল। বলে কি!!!!! চমকানো পিলে নিয়ে ফেরত এসে ফানুস এর মধ্যে জ্বালানো লাইট দেখতে দেখতে ভাবতে লাগলাম কি করা যায়। এর ই মধ্যে এক মেম্বার বিছানায় ওম এর মধ্যে সেই যে ঢুকেছে, বের হওয়ার নাম গন্ধ করছে না। টয়লেট এ যাওয়া, আর খাওয়ার সময় বাদ দিলে আষাঢ় মাসের সূয্যি হয়ে আছে। বাকিরা খুব ব্যস্ত কোন ভাবে ব্যাগ গোছানো যায়, তাহলে ব্যাগের ওজন কমে যাবে। হঠাৎ শুনি, পাশের ঘরে খলবল। নিচের ঘরে গন্ডগোল। শুনলাম, খলবল ও গন্ডগোল ,একই দল। শার্ট প্যান্ট পড়া ভদ্রস্থ কুক...

চুমকি ঘটি গঙ্গা জল

Image
অনেক জায়গা ঘুরে ঘুরে দেখেছি, অনেক কিছু দাগ কেটেছে মন জুড়ে, অনেক কিছু ভুলেও গেছি। অনুভূতি যদি ভালোবাসা কে ঘিরে বেড়ে ওঠে লতানে গাছের মতো, আঁকড়ে ধরে থাকে তাহলে তা মন নামক অদৃশ্য যন্ত্রটি থেকে মুছে দেওয়া যায় না। জড়িয়ে ধরার দাগরেখা জমে থাকে। সান্ডাকফু গিয়ে আমার অনুভূতি হলো ওই জড়িয়ে ওঠার মতো। পাহাড় যে বড্ড ভালোবাসি তা নয়। কিন্তু , , HMI তে আমার দয়ালু শিক্ষকগণ আমায় শিখিয়েছিলেন, পাহাড় এ এসেছ, আবার আসবে যদি সে তোমায় একসেপ্ট করে। বুড়ো শিব থাকেন নাকি গাঁ গঞ্জে । জানলাম পাহাড়ে থাকেন ইয়া তাগড়াই শিবজি। স্বাভাবিক, পাহাড়ে চড়তেও তো দম লাগে । দম দিয়ে দিয়ে তিনি এখন দমদার। তা, সেই তিনি আমায় মেনে ই নিলেন শেষ অবধি। কি করে বুঝলাম ? BMC যে গঙ্গা নদী চোখ দুখানি বেয়ে নেমেছিল। রোজ রোজ। BC Nথেকে নেমে আসার সময় প্রতিজ্ঞা করেছিলাম মা গঙ্গার নামে ,"  যে কঠিন পাহাড়ের বুক জুড়ে তুমি ছুটে চলো, কাটতে পারো তাঁকে , যতই সে ভয় দেখাক আমায় , আমি ফিরে আসবো। নইলে আমি তোমার মেয়েই নই"। শুধু প্রতিজ্ঞা রক্ষার্থে  চললাম এমন তো বলি না। বলা ভালো চললাম কিছু করতে । মনুষ্য জন্ম বলে কথা। কত জন্ম তপস্যা করলে তবে পাওয়া যায়। পূর্...